মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জিয়া অরফানেজ মামলার রায় কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি- জামাত কর্তৃক জাতির জনকের ছবি অবমাননা, বাংলাদেশ দূতাবাসে হামলাকারীদের শাস্তির দাবিতে ও বিএনপির সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমান কে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে কারাগারে প্রেরণের দাবিতে কবি নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগে বিক্ষোভ মিছিল করে।
রোববার দুপুরে মিছিলটি জয় বাংলা চত্বর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জয় বাংলা চত্বরে এসে শেষ হয়।
এসময় বক্তৃতা রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, অনতিবিলম্বে সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়াকে দেশে এনে এবং দূতাবাসে হামলাকারীদের শাস্তি দিতে হবে।