
কলেজ প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের সাবেক দুই নেতাকে পিটুনি দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা । বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুল আলম ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান ক্যাম্পাসে প্রবেশ করলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের পিটিয়ে আহত করেন। আহত অবস্থায় এই দুই নেতা ছাত্রুলীগের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়েন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, আগামীকাল বর্ষবরণ অনুষ্ঠানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য ছাত্রদলের দুই নেতা ক্যাম্পাসে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিহত করে। বিশ্ববিদ্যালয় শাখাছাত্রদলের সাবেক সভাপতি শাহাবুল আলম জানান, আমরা ক্যাম্পাসে গেলে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। পরে আমরা চলে এসেছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাটি খতিয়ে দেখছি।