
কবি সৈয়দ হক
আজিম উল্যাহ হানিফ
সাহিত্যের মাঠঘাট পথগুলো
তোমারই বেশি চেনা,
তোমাকে হারিয়ে শূণ্যবুকে আজ
চারদিকে শুধুই হতাশা।
সব শাখাতে তোমার ছিল কমবেশি
পথচলা,
সাহিত্য নাটক সাংস্কৃতি আর কলা।
গদ্য পদ্য আবৃত্তি আর মঞ্চে উচ্চারণে,
শব্দ নিয়ে খেলা করা লেগে যেতে রণে।
তোমাকে আজ কোথায় পাব খুঁজে,
আর পাব না আমাদের মাঝে!
এতগুলো লেখা লিখেছ তুমি
হয়েছ সাহিত্যের রাজপুত্র,
ওহে বিশাল মাপের অগ্রজ কবি তোমাকে
স্মরিব প্রজন্মের পর প্রজন্মের দিন রাত্র।
Please follow and like us: