
নিরব হোসেন, ভোলা॥
ভোলায় জঙ্গীবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জেলা কমিউনিটি পুলিশিং এর উদ্দ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ভোলা পুলিশ সুপার মো: মোকতার হোসেনের সভাপতিত্বে মত বিনিময় সভায় ভোলার বিভিন্ন পৌর সভার মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা, ভোলা জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে মাদক ও সন্ত্রাস মুক্ত রাখার জন্য পুলিশের প্রতি আহবান জানান। এছাড়া আগামী মাসে ভোলায় কমিউনিটি পুলিশিং একটি বিশাল সমাবেশের প্রস্তুতি সর্ম্পকে আলোচনা করা করা হয়। এতে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও পুলিশের আইজিপি থাকার কথা রয়েছে ।