করোনা মহামারী প্রতিরোধে মাস্ক পরা, কিছুক্ষণ পর পর সাবার দিয়ে হাত পরিস্কার করা, ভিড় এড়িয়ে চলা, নূন্যতম তিন ফুট সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং করোনা রোগিদের কোয়ারেন্টাইনসহ স্বাস্থ্যবিধি মেনে চলা বিষয়ে গাইবান্ধায় সচেতনতামুলক প্রচারণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে ভ্রাম্যমাণ লোকগান, নাটিকা প্রদর্শন ও করোনা প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণের মধ্যদিয়ে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম.আল. আলিফ হাসান।
এসময় অন্যদের মধ্যে মেডিকেল অফিসার ডা. ওয়াশেক রহমান, ইপিআই সুপার আনসারুল ইসলাম, হেল্থ ইন্সপেক্টর ইনচার্জ আ.স.ম আমিন-উদ দৌলা শাহানশাহ, পৌরসভার টিকাদান কর্মী এরফানা হক শান্ত প্রমূখ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর উদ্যোগে ভ্রাম্যমাণ প্রচারণায় শহরের ১নং রেলগেট এলাকা ছাড়াও সদর উপজেলার বাদিয়াখালী, লক্ষ্মীপুর, তুলসীঘাট ও দারিয়াপুর হাটে দিনব্যাপি প্রদর্শনী ও প্রচারণা চালানো হয়। কার্যক্রমগুলোতে ওই ৫টি এলাকায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।