বিএনসিসি প্লাটুন সরকারি পিসি কলেজ বাগেরহাট এর ক্যাডেট আন্ডার অফিসার মিঠুন কুমার পাল (২৯) করোনায় মারা গেছেন। সে বাগেরহাট সদরের বাগমারা গ্রামের শুনু পালের ছেলে। মিঠুন পাল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় ব্রাকের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলো।
জানা গেছে গত ৮ই জুন তার কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জল ও ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে তৎক্ষণাৎ বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাগেরহাটে করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। বাগেরহাটে কয়েকদিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনায় গাজী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল ২৬ জুন বিকেলে সে মারা যায়।
এলাকায় গৃহ শিক্ষক হিসেবে ব্যাপক জনপ্রিয় ছিল মিঠুন পাল। গত ১১ মাস আগে তার দাম্পত্য জীবন শুরু হয়। মৃত্যুকালে ৪ ভাই বাবা-মা ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Please follow and like us: