
করোনার দুঃসময় গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে এলাকার অসহায়-কর্মহীন ২’শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুন) সকালে পৌরশহরের পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয় চত্বরে সমেবেত অসহায়দের মাঝে চাল-ডাল, আলু ও তেল-সাবানসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ উদ্বোধন করেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব। এসময় প্যানেল মেয়র-১ আব্দুস সোবাহান মন্ডল, প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র-৩ শাহিনুর আক্তার, কাউন্সিলর মাসুদ করিম প্রধান, মঞ্জুরুল তালুকদার মঞ্জু, মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, লিটন মিয়া, রবিউল ইসলাম সুমন, সংরক্ষিত কাউন্সিলর শিরিন আক্তার, সাজেদা বেগম, পৌর সচিব মো. শাহজাহান রিপন, পৌর প্রকৌশলী সাজ্জাদ হোসেন ও প্রধান হিসাব সহকারী কাজল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।