নয়া আলো-
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, কলঙ্ক ঢাকতে আমেরিকার একটি বিষয় নিয়ে এসেছে বর্তমান সরকার। শফিক রেহমানকে গ্রেফতার করেছে। পুলিশ এক কথা বলে শফিক রেহমান আরেক কথা বলে। পুলিশ বলে শফিক রেহমান তার দায় স্বীকার করে নিয়েছে অথচ শফিক রেহমান এব্যাপারে কোনো বক্তব্য দেয়নি। যে ভোট পায় আজকে পুলিশ তাকে জেলে ঢোকায় আর যে ভোট পায়না তাদেরকে পুলিশ স্যালুট করে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগকে চোর দাবি করে তাদের চুরির তথ্য লিপলেটের মাধ্যমে প্রচার করার জন্য দলের নেতা-কর্মীদের আহবান জানিয়েছেন শামসুজ্জামান দুদু।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ আহŸান জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ আলোচনা সভার আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, শেয়ার বাজার লুট, হলমার্ক কেলেঙ্কারি, সর্বশেষ রিজাভ চুরির এতোবড় ঘটনা পৃথিবীর ইতিহাসে আমার জানামতে আর কখনও দেখিনি। আওয়ামীলীগ হল চোর। তাদের চুরির কথা ব্যক্তিগত উদ্যোগে লিপলেটে করে টাঙ্গিয়ে দেবার আহবান জানাচ্ছি আমি।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগরের সদস্য সচিব শহীদুননবী ডাবলু, ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের সাধারণ সম্পাদক ক্বারী রফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক সেলিনা সুলতানা নিশিতা, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার প্রমুখ।