
খোন হাওলাদার
কলম চলবে
সমস্ত পাপ কর্মের বিরুদ্ধে
সমাজ থেকে যতদিন না
অন্যায়,জুলুম উঠে যাচ্ছে
ততদিন আমার কলম চলবে।
কলম চলবে
অসৎ থেকে সৎ পথের দিকে ডাকতে
বিভেদের দেওয়াল উঠিয়ে দিয়ে
একতার মিলনে গেঁথে
একে-অপরকে ভালোবাসা শিখাতে।
কলম চলবে
অসাম্প্রদায়ীক কর্মে সহায়তা করা
সমাজের বাম,ডান,কালো
হাতগুলোকে গুঁড়িয়ে দিয়ে
নতুন শান্তির সমাজ গড়তে।
কলম চলবে
এখনো মিথ্যে স্বাধীনতার নামে
পরাধীন মানুষদের
শোষনের চাকা থেকে মুক্ত করে
স্বাধীনতা ফিরিয়ে দিয়ে
সুখ-শান্তির সাগরে
ভাসিয়ে দেওয়ার উদ্দেশ্যে
কলম চলবে
ভয় না করে
রক্ত দিয়ে লিখে
অন্যায়ের বিরুদ্ধে
রক্তের লড়ায়ে
আমার কলম চলবেই।
Please follow and like us: