
পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার চাকামইয়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের কৃষক আয়ুব আলী আকনের গোয়াল ঘরে অগ্নিকান্ডে একটি গরুর মারা গেছে। এ সময় ওই গোয়াল ঘরে থাকাআরো তিনটি গরু অগ্নিদগ্ধ হয়।
ঘটনাটি ঘটেছে ১২/০১/২০১৮ রোজ শুক্রবার গভীর রাতে কৃষক আয়ুব আলী আকনের গোয়াল ঘরের পাশে তাফালে ধান সিদ্ধরকাজ করছিল। ওই তাফাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছে।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, এ ঘটনাটি শুনতে পেয়ে ওই কৃষকের বড়িতে গিয়ে ছিলাম। আগুনে পুড়ে একটি গরু মারা গেছে। আরো তিনটি গরু গুরুত্বর অবস্থায়।কলাপাড়া থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।