১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলাপাড়ায় দুই মেম্বার প্রার্থীর ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ পুনঃগণনার দাবি




কলাপাড়ায় দুই মেম্বার প্রার্থীর ফলাফল পাল্টে দেয়ার অভিযোগ পুনঃগণনার দাবি

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০১৮, ২১:৪৩ | 722 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলাপাড়া প্রতিনিধি:- পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার ইউপি নির্বাচন সদ্যসমাপ্ত (২৯ মার্চ) ইউপি নির্বাচনে বালিয়াতলী ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার প্রার্থী (বক প্রতীক) রুশিয়া বেগম ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনঃগণনার দাবি করেছেন। উপজেলা নির্বাচন অফিসারের কাছে পহেলা এপ্রিল দেয়া লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি ৭ নম্বর ওয়ার্ডে ৫৫৮ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে ৮১৩ ভোট ও ৯ নম্বর ওয়ার্ডে ৩৬৯সহ মোট ১৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রিসাইডিং অফিসাররা ৭ নম্বর ওয়ার্ডে ৩৫৮, ৮ নম্বর ওয়ার্ডে ৭১৩ এবং ৯ নম্বর ওয়ার্ডে ৩২২ ভোট দেখিয়ে ফলাফলে প্রাপ্ত ১৩৯৩ ভোট করেছেন। তার ভোট নষ্ট করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনাকে ১৫৫৩ ভোট দেখিয়ে ১৬০ ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। এমনকি ৮ নম্বর ওয়ার্ডে ফলাফল নির্ধারিত সিটে না দিয়ে একটি টুকরোকাগজে হাতে লিখে দেয়ার অভিযোগ করেছেন রুশিয়া বেগম। তিনি তিনটি কেন্দ্রের ভোট পুনঃগণনার দাবি তুলেছেন।একইভাবে বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মেম্বার প্রার্থী শাহনুর রহমান হাদি ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনারদাবি তুলে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন, তালা প্রতীকে তিনি ৫২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মহসিন হাওলাদার পেয়েছেন ৩৭৭ ভোট। অথচ ফলাফল পাল্টে তাকে ৩৭৭ ভোট দেখিয়ে পরাজিত এবং মহসিন হাওলাদারকে ৫২৫ ভোট দেখিয়ে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পুনরায় ভোট গণনার দাবি করেছেন। তাহলে প্রকৃত ফলাফল পাবেন বলেও জানান।উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশীদ জানান, তাদের পুনর্গণনার সুযোগ নেই। নির্বাচন ট্রাইব্যুন্যালে ৩০দিনের মধ্যে আবেদন করতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET