৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কলাপাড়ায় প্রধান শিক্ষকের অপসারন চেয়ে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০১৮, ২১:৪১ | 688 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালী কলাপাড়ায় সুলতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন চেয়ে মানববন্ধন করেছে অভিভাবক মহলসহ স্থানীয় এলাকাবাসী। বুধবার সকাল ৯ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলাতানগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সুলতানগঞ্জ কল্যান পরিষদের সামনে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবন্ধনে বক্তারা বলেন , বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে সরকারী কোন কার্যক্রম পালন করেনা প্রধান শিক্ষক। এছাড়া ১৬ ই ডিসেম্বর, ২৬ মার্চ, আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে ছাত্রছাত্রীদের উৎসাহিত না করে তা বানচাল করার চেস্টা করেন। প্রতি বছরের ন্যায় এবছরও প্রধান শিক্ষক সাহেবের কোন উদ্যোগ না থাকায় এলাকাবাসীর উদ্যোগে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।তা ছাড়া আর কোন বছর সরকারী কোন অনুষ্ঠান এ স্কুলে পালিত হয়নি। যা হয়েছে তাও  গড়িমষি করে। ম্যানিজিং কমিটির সাবেক সদস্য নুরুল আলম হাং তার বক্তব্যে বলেন, সব স্কুলে সরকারী ভাবে মাতৃভাষা দিবস পালিত হলেও এ স্কুলের চিত্র ভিন্ন, ভোরবেলা জাতীয় পতাকা পর্যন্ত উত্তলোন করা হয়নি। আমরা তাকে ফোন করলে তিনি জানান সকাল আটটার পরে এসে পতাকা উত্তলোন করা হবে। এলাকার মানুষ একটা পুরানো পতাকা এনে টাঙানোর পরে সকাল ৮.৩০ মিনিটের সময় শিক্ষক সাহেব এসে স্কুলের পতাকা বদল করেন। ম্যানেজিং কমিটির সদস্য মো. মিলন মাঝি  বলেন ,এ স্কুলের কোন কিছুই সঠিক নিয়মে চলে না। সবকিছু চলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের খেয়াল খুশি মত। সুলতান গঞ্জ কল্যান পরিষদের সভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. একরামিন খান বলেন,এ বিদ্যালয়ের    বার্ষিক ক্রিয়া অনুষ্ঠানের জন্য যে চাঁদা টাকা উঠানো হয়েছিল তা থেকে যে টাকা অবশিষ্ট্য ছিল সেই টাকা দিয়েই  আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে মাইক ভাড়া আনার কথা ছিল। কিন্তু প্রধান শিক্ষক সাহেবের কাছে সে টাকার কথা জানতে চাইলে তিনি স্কুলে কোন অনুষ্ঠান করবেন না বলে সাফ জানিয়ে দেন। আমরা বাধ্য হয়ে এলাকাবাসী ভাষাশহীদেদর স¦রনে কোমল মতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে অনুষ্ঠান করেছি। তা না হলে এ বছরও কোন অনুষ্ঠান হতো না। আমরা ওনার মত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ওনাকে অপসারনের দাবী করছি।এ ব্যাপারে সুলতানগঞ্জ সরকালী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্তন প্রধান শিক্ষক মো. এনায়েত কবির (মন্টু) জানান, আমি সকল সরকারী প্রোগ্রাম যথাযত ভাবে পালন করে আসছি। এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও জমি দাতাদের মধ্যে বিরোধ থাকায় তারাই এ ধরনের সমস্যা সৃস্টি করছে। বাস্তবে এর কোন প্রমান পাওয়া যাবে না। কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিলাল সরকার জানান, আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। তবে তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET