
মোঃপারভেজ,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালী কলাপাড়ায় উৎসবমুখ পরিবেশের মধ্যদিয়ে নতুন বছরের প্রথম দিনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হয়েছে। এ বছর উপজেলায় ৩২ হাজার ৭শ ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ৫২ হাজার ৮৮০ টি বই বিতরন করা হয়েছে।মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা অতুল দাসের সভাপতিত্বে মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, শিক্ষা কর্মকর্তা জালালউদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আলআমিন রফিক, কাউন্সিলর মতি হাওলাদার, বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকগন।নতুন বইয়ের উষ্ণ আলিঙ্গন আর ঘ্রানে মুগ্ধ শিক্ষার্থীরা। খেপুপড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল নেহাল উৎস জানায়, নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে খুবই খুশী লাগছে। মঙ্গলসুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ, চন্দ্রিমা মিত্র জানায় প্রথমেই নতুন বইয়ের সব ছবিগুলো দেখবো তারপর সব গল্পগুলো পড়বো, শিক্ষার্থীদের সাথে নতুন বইয়ের পরশে অভিভাবকরাও মহাখুশি ।