২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলাপাড়ায় ভূমি অধিগ্রহন, তিন ফসলী কৃষি জমিসহ বসতভিটা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।




কলাপাড়ায় ভূমি অধিগ্রহন, তিন ফসলী কৃষি জমিসহ বসতভিটা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা।

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২১ ২০১৮, ১৮:৫৭ | 755 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালী কলাপাড়ায় উপজেলার  চম্পাপুর ইউনিয়নের তিন ফসলী জমিসহ বসতবাড়ি এলাকার জমি অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন সেখানকার ৪৯০ কৃষক। এসব মানুষ তাদের কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। স্বাক্ষরিত কৃষকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে তিন ফসলী জমিতে কোন ধরনের বিদ্যুত প্লান্টসহ শিল্প কারখানা করা যাবে না। কিন্তু বেসরকারি সংস্থা আশুগঞ্জ পাওয়ার প্লান্ট তাদের দেবপুর মৌজার তিন ফসলি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হচ্ছে এমন দাবী করে এসব কৃষক সরেজমিনে তদন্ত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আবেদনকারী কৃষকরা আরও বলেন, পাশর্^বর্তী ইউনিয়ন ধানখালীতে একই জায়গায় তিনটি বিদ্যুত প্লান্টের কাজ চলছে। তাও তিন ফসলী কৃষি জমিতে। যেখানে রাঙ্গাবালীসহ আশপাশে বসতিহীন অসংখ্য চরা ল রয়েছে। যেখানে বিদ্যুত প্লান্ট করলে কোন মানুষকে পুনর্বাসনের প্রয়োজন নেই। কিন্তু সেখানে না করে বারবার কেন একই এলাকাকে বেছে নেয়া হচ্ছে? দেবপুর মৌজার কৃষক ফরিদ তালুকদার জানান, তারা ধান ছাড়াও তরমুজ, ডাল জাতীয় শস্যের আবাদ করছেন। করছেন বোরোর আবাদ। ১২ মাসই কোন না কোন ফসল থাকছে জমিতে। কিন্তু কোন ধরনের বাস্তবতা যাচাই-বাছাই ছাড়াই ঘনবসতিপুর্ণ প্রায় পাঁচ’শ পরিবারের বসবাস এলাকায় একটি কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্লান্ট করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET