
পারভেজ, কলাপাড়া প্রতিনিধি:- কলাপাড়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোজাহার উদ্দিন বিশ্বাস(অনার্স) কলেজ মাঠে এ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুর হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.তানভীর রহমান, কলাপাড়া থানা আফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন। উপস্থিত ছিলেন পৌর সভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলাউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস.এম রাকিবুল আহ্সান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠান শেষে কলাপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শণ করা হয়।মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যেগে কলাপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধণা প্রদান করা হয়।