৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কলাপাড়ায় শেখ কামাল সেতুর নীচে ৩০টি দোকান পুড়ে ছাই।

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭ ২০১৮, ২০:৩৭ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পারভেজ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ- পটুয়াখালী কলাপাড়া পৌরশহরের হাসপাতালের সামনে সড়ক ও জনপথ দখল করে শেখ কামাল সেতুর নিচে তোলা অন্তত ৩০টিদোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে গলে গেছে সেতুর দুই পাশ দিয়ে টানা ইন্টারনেট ঢাকা-কুয়াকাটা ব্যাকহোল কেবল লাইন। ১৬/০২/২০১৮ শুক্রবার আনুমানিক বেলা দেড়টার দিকে আগুন লাগে। প্রায় দেড় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে কলাপাড়া ও আমতলী ফায়ার সার্ভিস দল ও স্থানীয় মানুষ আগুন নিয়ন্ত্রনে আনলেও ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া অধিকাংশ ফার্মেসী ও চায়ের দোকান। পুড়েযাওয়া দোকানসহ সেতুর নিচে সড়কের ওপরে অন্তত এক শ’ স্থাপনা সড়ক ও জনপথ বিভাগ উচ্ছেদে কয়েক দফা নোটিশ দিলেও অজ্ঞাত কারনে উচ্ছেদ করা হয়নি। কুয়াকাটা থেকেকলাপাড়া পর্যন্ত মহাসড়কের দুই পাশের স্থাপনা উচ্ছেদ করলেও সেতুর নিচে মূল সড়ক দখল করে তোলা এসব স্থাপনা অপসারন করা হয়নি। একদিকে এসব দোকানিরা নিঃস্বহয়ে গেল। অপরদিকে জাতীয় স্থাপনা শেখ কামাল সেতুর ক্ষতির শঙ্কা করছেন স্থানীয়রা। সেই সঙ্গে সাবমেরিন কেবল ব্যাকহোল ঢাকা-কুয়াকাটা লাইনের ক্ষতিহলো। তবে এজন্য ইন্টারনেটে কোন প্রভাবপড়বেনা বলে নিশ্চিত হওয়া গেছে। পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নিজাম উদ্দিন জানান, আগুনের কারণে সেতুর কোন ক্ষতি হবে কী না তা সরেজমিন পরিদর্শনে একটি টিম পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ওয়ার্ডের পৌর কাউন্সিলর মোঃ জামাল মাতুব্বর জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এইমুহুর্তে বলা যাচ্ছে না। তবে নির্ধারণচলছে। তবে স্থানীয়দের ধারনা প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET