পারভেজ,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়া নাওভাঙ্গা টেকনিক্যাল কলেজের ম্যানেজমেন্ট বিভাগের দ্বীতিয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।রবিবার রাত আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর বাজার থেকে নিজবাড়ী ফেরার পথে সদরপুর গ্রামের রাস্তার ওপরে তাকে এলোপাথারী ভাবে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে সোমবার বিকেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরন করেন।এ ঘটনায় আহতের পিতা আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মো. আবদুল মন্নান স্থানীয় ইউপি সদস্য (সাবেক) মো. রুহুল আমিনকে দায়ী করেছেন।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, এ ব্যাপারে আমি অবগত নই, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।