পারভেজ,কলাপাড়া প্রতিনিধিঃ- পটুয়াখালী কলাপাড়ায় “নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়বো দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় সমাজ সেবা দিবস ২০১৮ পালিত হয়েছে।সকাল ০৯টায় কলাপাড়া উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজ সেবা অফিসার মোন্তাছির বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভির রহমান, উপজেলা ভাইস চেয়্যারমান গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমাজ সেবায় দেশ ও দশের ¯অর্থনীতিক অগ্রাধীকার দিয়ে নারী-পুরুষ একত্রে মিলে-মিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।