পারভেজ, কলাপাড়া প্রতিনিধি:- পটুয়াখালী কলাপাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ৪নং ওয়ার্ডের খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন শামীম বিশ্বাসের বাসার সামনে থেকে ১১০ পিস ইয়াবা ও এক লক্ষ টাকাসহ চারজনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার এসআই নাজমুলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিতিত্তে অভিযান চালিয়ে মোর্শেদা বেগম(৩৫), তার স্বামী শামীম বিশ্বাস(৪৪), রজ্জব খান(৩৫) ও স্বপন খাঁ(৩৪) কে ইয়াবাসহ হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ উদ্ধারকৃত আটানব্বই হাজার সাতশত টাকা জব্দ করা হয়। আটকৃত সবার বাড়ি কলাপাড়া পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আটককৃতদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।