
পারভেজ, কলাপাড়া প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কলাপাড়া থানার নবাগত ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন।শুক্রবার সকালে কলাপাড়া থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সাংবাদিক অমল মূখার্জী, এস এম মোশারেফ হোসেন মিন্টু, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু সহ কলাপাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।সভায় ওসি জাহাঙ্গীর হোসেন তার যোগদানের পর ২৯মার্চ অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সফল ভাবে সম্পন্ন করা এবং মাদক বিরোধী অভিযান সহ কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সহায়তা প্রদানের জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু কুয়াকাটায় আগত পর্যটকদের কাছ থেকে ব্রীজের টোল আদায়ের নামে হয়রানী রোধ সহ শহরের বিভিন্ন পয়েন্টে বখাটে ছেলেদের ইভটিজিংয়ের হাত থেকে স্কুল-কলেজ গামী ছাত্রীদের রক্ষার জন্য পুলিশকে কার্যকর উদ্যোগ গ্রহনের অনুরোধ জানান।