সাতক্ষীরা প্রতিনিধি :- সাতক্ষীরার কলারোয়ায় এবার মাদরাসা ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে দুই যুবককে ৩মাস করে কারাদন্ড ও অপর এক যুবককে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহষ্পতিবার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলা হামিদপুর মাদারাস এলাকায় ওই ঘটনা ঘটে।
৩মাসের বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ শাহজাহানের পুত্র রাজমিস্ত্রি শেখ রাব্বি হাসান (১৮) ও একই গ্রামের শেখ হবিবর রহমানের পুত্র হোসেন বাবু (১৮)।
আর ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে একই গ্রামের মৃত আ.মজিদের পুত্র কলারোয়া পাইলট হাইস্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী শেখ ফাহিম (১৬)কে।
থানা সূত্র জানায়- হামিদপুর সিনিয়র মাদরাসায় যাওয়ার পথে ওই প্রতিষ্ঠানের ৯ম শ্রেণির এক ছাত্রী ও ৮ম শ্রেণির তিন ছাত্রীকে বৃহষ্পতিবার বেলা ১১টার দিকে আলাইপুর গ্রামের রাব্বি, বাবু ও ফাহিম উত্যক্ত করে। ছাত্রীরা তখন স্থানীয়দের কাছে অভিযোগ করলে তারা থানা পুলিশে খবর দেয়। পুলিশকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত তাৎক্ষনিক সেখানে পৌছে অভিযুক্তদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীন আটক রাব্বি ও বাবুকে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আর শিক্ষার্থী ফাহিমকে ১০হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, হামিদপুর মাদরাসার ইংরেজি প্রভাষক রফিকুজ্জামান জানান- ‘অভিযুক্ত যুবকরা গত কয়েকদিন ধরে পথিমধ্যে ছাত্রীদের উত্যক্ত বা ইভটিজিং করে আসছিলো। গত বুধবার ১১ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন ওই যুবকদের সর্তক করে দেন। কিন্তু ফের তারা বৃহষ্পতিবার ইভটিজিং করার সময় ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছে।