ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে গাঁজা উদ্ধারসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাঁজা ব্যবসায়ী পৌর সদরের ঝিকরা গ্রামের ওহিদুজ্জামান কচির ছেলে মনিরুল ইসলাম মনি (৪০), তাকে ১০০ গ্রাম গাঁজা মুল্য ২হাজার টাকাসহ আটক করেন।
অপরদিকে মানিকনগর গ্রামের ওয়ার্ড জামাতের সাংগঠনিক সম্পাদক মৃত ইউসুছ আলী গাজীর ছেলে শাবান আলী গাজী (৩২), গাজনা গ্রামের ওয়ার্ড জামাতের সভাপতি মৃত বদরউদ্দিনের ছেলে হযরত আলী (৪৮),ও থানার জিআর ২৪৮/১৬ মামলার ওয়ারের্ন্টভুক্ত আসামী রামভাদ্রপুর গ্রামের জিয়াদ গাজীর ছেলে রিপন গাজী (৩২)কে বাড়ি থেকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ী মনির বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা (৬) ৪/৪/১৮ দায়ের করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে থানায় পুরাতন নাশকতা ও জিআর মামলায় ওয়ারের্ন্ট থাকায় তাদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সুত্রে জানা যায়।