৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলারোয়ায় চার মহিলা চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে জনতা




কলারোয়ায় চার মহিলা চোরকে গনধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করেছে জনতা

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০১৮, ১৮:১৯ | 716 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় চোর দলের সক্রিয় সদস্য ৪ মহিলা চোরকে দু- দফায় ৩৮ পিচ বোরকা চুরির অভিযোগে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা।
ঘটনাটি মঙ্গলবার দুপুরের দিকে পৌর বাজারের চৌ- রাস্তার মোড় সোনালী ব্যাগ হাউস কাপড়ের দোকানে ঘটে।
দোকান মালিক আবিদুর রহমান জানান, গত রোববার প্রথম দফায় দুপুরে দিকে ওই চোর মহিলারা এক সাথে তার দোকানে এসে কাপড়ের বোরকা কিনবে বলে বের করতে বলেন।
সেই মোতাবেক দোকানী বিক্রিয় করার জন্য সেগুলো তাদের কাছে জন্য বের করে দেয়। দেখার এক ফাঁকে তারা দোকানে থাকা প্রথমে ১৭ পিচ কাপড়ের বোরকা চুরি করে নিজেদের গাঁয়ে পড়া বোরকার মধ্য লুকিয়ে পালিয়ে যায়।
পরক্ষণে দোকানী সে কাপড়ের বোরকা না পেয়ে সিসি ক্যামারাই ধারন করা ভিডিও ফুটেজ দেখে চিনে রাখে কারা এমন কাজ করেছে।
২য় দফায় মঙ্গলবার দুপুরের দিকে ওই মহিলারা আবার সেই দোকানে কাপড় কিনতে আসলে মালিকের লোকজন আগে থেকে তাদের নজর রাখেন।
দোকানী কাপড় পেড়ে দিয়ে উৎপেতে থাকেন এবং সেই সুযোগ কাজে লাগিয়ে মহিলারা ২১ পিচ কাপড় চুরি করে পালানোর সময় দোকানী চোর বলে ধরতে বলে।
পরে রাস্তায় জনতা ওই মহিলাদের আটক করে চুরি হওয়া কাপড় তাদের কাছ থেকে উদ্ধার করে গনধোলাই দিয়ে দোকানের ভিতরে আটকে রাখেন।
খবর পেয়ে থানা পুলিশ এসে ওই চোর মহিলাদের আটক করে থানায় নিয়ে আসেন।
আটক মহিলারা হলেন সাতক্ষীরা সদরের রসুলপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী পলি খাতুন (৩৮), নলকুড়া লাবসা গ্রামের জাকির হোসেনের স্ত্রী তাসলিমা কাতুন (৩৫), রসুলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী রেখা খাতুন (৩৪) ও কাশেমপুর গ্রামের খলিলের স্ত্রী ফরিদা বেগম (৪০)।
এছাড়া দোকানীরা বলেন, দীর্ঘদিন ধরে ওই মহিলা চোর সদস্যরা বোরকা পড়ে বিভিন্ন দোকানে গিয়ে জিনিষপত্র কেনার নাম করে ছদ্ধবেশে তারা চুরি করে গায়ে পরিহত বোরকার মধ্যে করে নিয়ে যায়।
দামী- দামী জিনিষপত্র নিয়ে চলে যাওয়ার পর দোকানে থাকা সিসি ক্যামারার মাধ্যমে তাদের সনাক্ত করা হয়।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক মহিলা চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে দোকান মালিক আবিদুর রহমান জানাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET