
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :- সাতক্ষীরার কলারোয়ায় ৮ই ফেব্রয়ারী বিএনপি নেত্রী বেগম জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতা পরিকল্পনা করার অপরাধে জামায়াত- বিএনপির ৩ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বিএনপি কর্মী উপজেলার পাঁচনল গ্রামের বাবর সরদারের ছেলে খোরশেদ আলম (৩৬), জামায়াতকর্মী ভিখালী দক্ষিণ পাড়া গ্রামের জুম্মান মোড়লের ছেলে মিজানুর রহমান (৪৮) ও ইয়াকুব আলীর ছেলে ইসহাক আলী (৩৫)।
আটকদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।