সাতক্ষীরা প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ায় ট্রাক চাপায় আব্দুল্লাহ ধাবক (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বামনখালী বাজারে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল্লাহ ধাবক উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের বাবলু ধাবকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বামনখালী বাজারে যাত্রা দেখে বাড়ি ফেরার পথে ওই বাজারেই পাথর ভর্তি ট্রাকের চাকায় চাপা পড়ে মারাত্মক আহত হয় সে।
এ সময় দ্রুত উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে ভোর ৬ টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।
মৃতদেহের আইনি কাজ সেরে স্বজনদের কাছে তুলে দেয়া হয় বলে জানান, সরসকাটি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাজরিয়া।
তিনি বলেন, চালক আজিমসহ ট্রাকটি আটক করা হয়েছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে থাানয় একটি অপমৃত্যু মামলা নং (২৩৭) ৭/৩/১৮ দায়ের করেন এবং ঘাতক ট্রাকটি ছেড়ে দেয়া হয় বলে জানান এসআই মাজরিয়া।