২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলারোয়ায় নাশকতা চেষ্টাকালে জামায়াতের সভাপতিসহ ৭ ব্যক্তি আটক




কলারোয়ায় নাশকতা চেষ্টাকালে জামায়াতের সভাপতিসহ ৭ ব্যক্তি আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০১৮, ১৮:২৫ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,  
সাতক্ষীরার কলারোয়ায় ২০দলিয় জোটের নেতাকর্মীরা আগামী ৮ই ফেব্রয়ারী খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে নাশকতার চেষ্টার সময় ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদাসহ ৭ ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার ভোর রাতে পুলিশের বিশেষ অভিযানে সিংহলাল আদর্শ দাখিল মাদ্রাসা থেকে নাশকতার সময় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার মানিকনগর গ্রামের নাছিম উদ্দিনের ছেলে ও উপজেলা জামায়াতের সভাপতি ওসমান গনি (৪৪), পাইকপাড়া গ্রামের নূরু আলী মোড়লের ছেলে বিল্লাল হোসেন (৩৮), গোয়ালচাতর গ্রামের মৃত জহির সরদারের ছেলে আব্দুল মান্নান (৩৯), দলুইপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে ইমামুল ইসলাম (৫০), বোয়ালিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মোবারেক আলী (৫৫), সোনাবাড়ীয়া গ্রামের ইয়াছিন সরদারের ছেলে বাকি বিল্লাহ (৩২) ও পৌর সদরের মুরারীকাটি গ্রামের মান্নান মিস্ত্রির ছেলে সাইদুল ইসলাম (৩০) কে আটক করে।
থানা সূত্রে জানা যায়, থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, এসআই পিন্টু লাল দাস ও সোলাইমান আক্কাসের নেতৃত্বে ওই রাতে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে নাশকতা কর্মকান্ডে লিপ্ত থাকার সময় হাতে নাতে ককটেল, ম্যাচ, কাঁঠের লাঠি, রামদা উদ্ধারসহ এজাহার নামধারী ৭ জন ব্যক্তিকে আটক করেন।
আটকের পর থানায় নিয়ে এসে নাশকতা মামলা নং (৩) ২/২/১৮ দায়ের করা হয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET