সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ায় ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে তিন দিনব্যাপী চলা উন্নয়ন মেলার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে মেলার সমাপনী দিনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে নানা মেলার কর্মযজ্ঞে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেনের পরিচালনায় আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন লাল্টু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা এএসএম আতিকুজ্জামান, কৃষি কর্মকর্তা মহাসীন আলী, সমবায় কর্মকর্তা নওশের আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার ময়না, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব দাস, একাডেমিক সুপারভাইজার তাপস দাস, আনসার ভিডিপি কর্মকর্তা মনোয়ারা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বজলুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা মুনকাছিম বিল্লাহ, স্থানীয় মিডিয়াকর্মীসহ সর্বস্তরের মেলা প্রেমীবৃন্দ প্রমুখ। এবারের উন্নয়ন মেলায় সরকারি, বে-সরকারি, স্বায়ত্ব শাসিত দফতর, ব্যাংক-বীমা ও এনজিও প্রতিষ্ঠানসহ ৪৯ টি উন্নয়ন স্টল ও একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প, থানার পুলিশি সেবা এবং গ্রামীণ মোবাইল ফোন কোম্পানীর একটি সু-দৃশ্য স্টল শোভা বর্ধন করেছিলো।
সবমিলে মেলার স্টলে স্ব স্ব প্রতিষ্ঠান তাদের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অডিও ভিডিও ব্যানার ফেস্টুন লিফলেটসহ বিভিন্ন মাধ্যমে তুলে ধরেন।