
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ব্যবসায়ী নাজমুল মোল্লা (৩০) কে আটক করেছে থানা পুলিশ।
রোববার রাত ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া আব্দুল হামিদ মেম্বারের মাছের ঘের থেকে তাকে আটক করা হয়।
সে পশ্চিম সোনাবাড়ীয়া গ্রামের নূরুল হকের ছেলে।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশ মোতাবেক ওই দিন রাতে থানার এস আই হাসান শাহরিয়ার ও এএসআই ইসহাকের নেতৃত্বে সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ওই ঘের থেকে নাজমুলকে আটক করে।
পরে তার দেহ তল্লাশী করে পলিথিনে মোড়ানো ২০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ইয়াবা ব্যবসায়ী নাজমুলের বিরুদ্ধে থানার মাদকদ্রব্য আইনে মামলা নং (১৪) তাং ১১/২/২০১৮ দায়ের করা হয়ে সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।