
ফিরোজ জোয়ার্দ্দার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি,
সাতক্ষীরার কলারোয়ায় বিন¤্র শ্রদ্ধা ও উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে উপজেলায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস।
৪৮তম বিজয়ের এই দিনে সোমবার ভোরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্বাধীনতার পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা দিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গোলাম মোস্তাফা, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, নিবার্হী কর্মকর্তা মনিরা পারভীন, ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে প্রার্থনা করা হয়।
এরপর সকাল ৭টার দিকে ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, অতিথীবৃন্দকে স্বাগতম ও প্যারেড সালাম প্রদান করা হয়।
তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের মাঠপার্স, কুচকাওয়াজ, ডিসপ্লে এবং খেলাধুলায় মুখোরিত হয়।
এ ছাড়া দিনভর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীদের মনমুগ্ধকর ক্রীয়া প্রতিযোগিতা শুরু হয়।
খেলা এবং সন্ধ্যায় এক মনোঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৪৮ তম স্বাধীনতা দিবস উদযাপনের সমাপ্তি ঘটে।