
স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় মাদরা সীমান্তের বিপরীতে ভারতের হাকিমপুর বিএসএফ ক্যাম্পে আটক বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। শুক্রবার সকালের দিকে উপজেলার দক্ষিন ভাদিয়ালি সীমান্তের মেইন পিলার ১৩/২ এস আরবি’র নিকট দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাকে বাংলাদেশী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকারী নাগরিক হল সাতক্ষীরা জেলার কলারোয়া থানার ব্রজবাকসা গ্রামের আশরাফ ঘোরামীর ছেলে মফিজুল ইসলাম (২৫)। মাদরা বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক শাহ আলম জানান, ওই নাগরিক গত কয়েকদিন আগে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাকে আটক করে মাদরা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএসএফের আহবানে সাড়া দিয়ে শুক্রবার সকালে সীমান্তের ভূখন্ডে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ বাংলাদেশী নাগরিককে বিজিবি’র নিকট হস্তান্তর করেন। পরে দুপুরে তাকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে মাদরা ক্যাম্পের ল্যান্স নায়েক শাহ আলম বাদি হয়ে আটকের বিরুদ্ধে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা নং (১৬)(০৬)১৭ করেন এবং তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।