
ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামের্ন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে। বুধ-বৃহস্পতিবার দিনভর উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুনামের্র্ন্টের পুরুষ মহিলা মিলে ৮টি স্কুল অংশ গ্রহন করেন। টুনামের্ন্টর ফাইনাল ম্যাচে পুরুষ লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুুখোমুখি হয়ে (৩-০) গোলে লোহাকুড়া স্কুল জয়ী হয় এবং চাম্পিয়ান হওয়ার যোগ্যতা অর্র্জন করেন ও রানার্র্স আপ হয় মাহমুদপুুর স্কুল। অপরদিকে একই ভেনুতে মহিলা শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তৈলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিদ্বন্দীতা করে (১-০) গোলে শাহাপুর স্কুল জয়ী হয়ে চাম্পিয়ান হয় এবং তৈলকুপি স্কুল রানার্সআপ। এর আগে সকল টুনামের্ন্টের উদ্ভোধন করেন ও চাম্পিয়ান স্কুল পুরুষ মহিলা বিজয়ী দলকে ট্রাফি বিতরণ করেন লাঙ্গলঝাড়া কেএল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মারুফ আহম্মেদ জনি, মুক্তিযোদ্ধা আকবর হোসেন, ইউপি সদস্য শরিফউদ্দৌলা, শাফিজুল ইসলাম, জমিদাতা শহিদুুল ইসলাম, অবিভাবক সদস্য মাহমুদা খাতুন, বিদ্যুৎসাহী সদস্য রতœা খাতুন, প্রধান শিক্ষকগন কাজী আনারুল ইসলাম, নারান চন্দ্র্র সেলিনা খাতুন, সাজ্জাত হোসেন, ইকবল হোসেন, খালেদা খাতুন, শাহীদা খাতুন প্রমুুখ। খেলাটির সার্র্বিক সহযোগিতা করেন স্কুলের দাফতারিক আবুু সাঈদ।