
ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার ঃ
সাতক্ষীরার কলারোয়ায় ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ৮ দলিয় (পুুরুষ) ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লাঙ্গলঝাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাস্টার নূরুল ইসলাম উপস্থিত থেকে লাঙ্গলঝাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল খেলার শুভ সূচনা করেন। এ খেলায় ইউনিয়নের ৮টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র (পুরুষ) অংশ গ্রহন করেন। ৩০ মিনিটের এই ফুটবল খেলার ৪ ম্যাচের প্রথম ম্যাচে রুদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুুখি হয়ে মাহমুদপুর স্কুল জয়ী হয়। ২য় ম্যাচে লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম তৈলকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদ্বন্দীতা করে লোহাকুড়া স্কুল জয় লাভ করে। খেলার ৩য় ম্যাচে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়ে শাহাপুর স্কুল জয়ী হয়। খেলার ৪র্র্থ ম্যাচে লাঙ্গলঝাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়ে লাঙ্গলঝাড়া স্কুল বিজয়ী হয়। খেলার সেমিফাইনালে অংশ গ্রহন করেন ৪টি দল যথাক্রমে মাহমুদপুর স্কুল বনাম শাহপুর স্কুল, লোহাকুড়া স্কুল বনাম খাসপুুর স্কুল। লোহাকুড়া স্কুল, বনাম মাহমুদপুর স্কুল সেমিফাইনালে জয়ী হয়ে আগামীকাল বৃহস্পতিবার একই ভেনুতে ফাইনাল খেলা এবং বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ৮ দলিয় (মহিলা ) ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনা করেন রেফারী মামুুন হোসেন। মঞ্চেুবসে খেলাগুলো উপভোগ করেন ইউপি সদস্য শরিফউদ্দৌলা, শাফিজুল ইসলাম, জমিদাতা শহিদুুল ইসলাম, অবিভাবক সদস্য মাহমুদা খাতুন, বিদ্যুৎসাহী সদস্য রতœা খাতুন, প্রধান শিক্ষকগন কাজী আনারুল ইসলাম, নারান চন্দ্র্র সেলিনা খাতুন, সাজ্জাত হোসেন, ইকবল হোসেন, খালেদা খাতুন, শাহীদা খাতুন প্রমুুখ। খেলাটির সার্র্বিক সহযোগিতা করেন লাঙ্গলঝাড়া স্কুলের দাফতারিক আবুু সাঈদ।