
স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তে বাংলাদেশী এক নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। সোমবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে কাকডাঙ্গা বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকারী নাগরীক হল খুলনা জেলার ডুমুরিয়া থানার কুনকড়িয়া গ্রামের সকো শেখের ছেলে ইয়াছিন শেখ (২০)। কাকডাঙ্গা ক্যাম্পের বিওপির ল্যাঃ নায়েক আনোয়ার হোসেন জানান, ওই বাংলাদেশী নাগরিক পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে হাকিমপুর বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাকে আটক করে কাকডাঙ্গা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএসএফের আহবানে সাড়া দিয়ে উপজেলার কাকডাঙ্গা সীমান্তে দুই দেশের সীমান্ত পর্যায়ে শান্তিপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকে মাধ্যমে বাংলাদেশী নাগরিককে বিজিবি’র নিকট হস্তান্তর করা হয়। পরে তাকে কলারোয়া থানায় সোপার্দ করা হয়েছে। এ বিষয়ে কাকডাঙ্গা ক্যাম্পের ল্যাঃ নায়েক আনোয়ার হোসেন বাদি হয়ে আটকের বিরুদ্ধে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।