
স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়ায় তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালী বিএসএফ ক্যাম্পে আটক দুই শিশুসহ এক নারীকে হস্তান্তর করলো ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। সোমবার সন্ধ্যায় উপজেলার চারাবাড়ি সীমান্তের মেইন পিলার ১৩/২এস আরবি’র নিকট দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদেরকে বাংলাদেশী বিজিবি’র কাছে হস্তান্তর করেন। হস্তান্তরকারীরা হল নড়াইল জেলা সদরের শেখহাটি গ্রামের কামাল মোল্যার স্ত্রী জাকিয়া বেগম (৩২) তার সাথে থাকা দুই শিশু সন্তান বিথি খাতুন (৪) ও সোনিয়া খাতুন (১)। তলুইগাছা বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ওই নারীসহ দুই শিশু গত কয়েকদিন আগে পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে প্রবেশ করে তারালি বিএসএফ ক্যাম্প এলাকায় ঘোরাফেরা করছিল। এসময় টহলরত বিএসএফ তাদের আটক করে সোমবার তলুইগাছা সীমান্তের বিজিবি’র নিকট পত্র প্রেরণ করেন। বিএসএফের আহবানে সাড়া দিয়ে উপজেলার তলুইগাছা সীমান্তের ভূখন্ডে দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় বিএসএফ তাদের বিজিবি’র নিকট হস্তান্তর করেন। পরে তাদের কলারোয়া থানায় সোপার্দ করা হয়। এ ব্যাপারে তলুুইগাছা ক্যাম্পের হাবিলদার জাকির হোসেন বাদি হয়ে আটকদের বিরুদ্ধে থানায় একটি পাসপোর্ট আইনে মামলা নং (১১) ৬/১৭ দায়ের করেন বলে থানা সূত্রে জানা যায়।