কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- প্রচন্ড শীতে কলারোয়া থানার মানুষ গুলো শীতে কাপছে থরথর। বেশ ক’দিন যাবত শৈত ও হিমেল হাওয়া বইছে, মাঝে মাঝে গুরিগুরি বৃষ্টির মত কুয়াশা পরছে ।
এলাকার মানুষ গুলো দরীদ্র সীমার নিচে বসবাস করায় কনকনে শীতেও জোগার করতে পারছে না এক টুকরো শীত বস্ত্র। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা, জর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া, এ্যাজমা সহ নানান অসুখ। আশপাশের হাসপাতালে রোগীর ভিড় লক্ষনীয়।
কলারোয়া উপস্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত ডাক্তার জানান শীত জনিত অসুখ গুলো ইদানিং মোটামুটি বেশি হলেও ঔষধের কোন ঘাটতি নাই। জন জীবনের পাশা পাশি গৃহ পালীত পশু পাখি ও চলতি ফসলের ব্যাপক ক্ষতি সাদিত চচ্ছে, বিশেষ করে বোরো আমনের চারা, সরিষা , গম, শাক সবজি ইত্যাদি।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন বিশেষ ব্যবস্থায় শীত ও শৈতের হাত হতে বোরো আমনের চারা রক্ষা করা গেলেও তা ব্যয় বহুল হওয়ায় গরীব কৃষকের পক্ষে তা সম্বভ নয়।
কলারোয়া উপজেলার নেতা-কর্মীরা বলেন আমরা কিছু কম্বল বিতরণ করেছি যা জনগণের তুলনায় অতি নগন্য, উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে খুব শিঘ্রই শীত বস্ত্র বিতরন করতে পারবো বলে আশা করি। জরুরী ভিত্তিতে শীত বস্ত্র বিতরন এখন সময়ের দাবি।
এদিকে আবহাওয়া অফিস সূত্রে বলা হয়েছে। আগামী মাঘ মাষে যশোর-সাতক্ষীরা অঞ্চল দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে।