কলারোয়া প্রতিনিধি:- সাতক্ষীরার কলারোয়ায় গত ছয় দিনে চোরাচালান বিরোধী ও বিশেষ অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারীসহ ৫পিচ স্বর্ণউদ্ধার এবং জিআর মামলার ওয়ারের্ন্টভুক্ত আসামী ও জামায়াতকর্মীসহ নিয়মিত মামলায় ৯ ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
গত ১০লা জানুয়ারী হতে ১৬ই জানুয়ারী পর্যন্ত অথ্যাৎ ৬দিন থানার সকল অফিসারদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন স্বর্ন পাচারকারী উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত ইসমাইল দালালের ছেলে নাজিম উদ্দিন (৫০), জিআর মামলার পলাতক আসামী শ্রীপতিপুর গ্রামের আলহাজ্জ্ব ফজর আলী সরদারের ছেলে আব্দুর রশিদ (৫৯), পৌর সদরের গোপিনাথপুর গ্রামের জামায়াতকর্মী রহমত আলীর ছেলে আব্দুর রহিম (৩২), মৃত আমির সরদারের ছেলে আসাদুল ইসলাম (৫২), মুরারীকাটি গ্রামের রওশন দালালের ছেলে জিয়াউর রহমান (৪০), মান্নান মিন্ত্রীর ছেলে সাইদুল ইসলাম (৩২), মানিকনগর গ্রামের মৃত হারেজ বিশ্বাসের ছেলে তমিজ উদ্দিন (৫৬), তরুলিয়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মোশারফ হোসেন (৪০) এবং রায়টা গ্রামের মৃত অহেদ আলীর ছেলে আজিজুর রহমান (৫০)।
থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নির্দেশ মোতাবেক আটক অভিযানে আটকদের বিরুদ্ধে থানায় স্বর্ণ পাচার, নাশকতা, এবং ওয়ারের্ন্টভূক্ত থাকায় তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার ফেসবুক আইডি থেকে এ প্রাপ্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।