৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আর্সেনিকমুক্ত পানির উদ্ভোধন




কলারোয়া বেত্রবতী হাইস্কুলে আর্সেনিকমুক্ত পানির উদ্ভোধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ১৭ ২০১৮, ২০:২৭ | 734 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার কলারোয়ায় বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ছাত্র-ছাত্রীদের জন্য আর্সেনিক ও আয়রনমুক্ত পানি (এআইআরপি) প্রকল্প’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে কলারোয়া পৌরসভা ও ঢাকা আহ্ছানিয়া মিশন’র বাস্তবায়নে ওয়াটার এইড, বাংলাদেশের আর্থিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে এ প্লান্ট’র উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র গাজী আকতারুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশন’র প্রকল্প প্রধান কলিমউল্লাহ কলি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক এমএ সাজেদ, পৌর কাউন্সিলর লুৎফুন্নেছা লুতু, এসএমসি সদস্য শাহাদাৎ হোসেন, আহ্ছানিয়া মিশন’র কলারোয়া ব্যবস্থাপক বিপ্লব হোসেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনসহ অতিথিবৃন্দ শিক্ষক-শিক্ষার্থীদের এক সমাবেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শৃংখলা দেখে সন্তোষ্টি প্রকাশ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশন’র নাজনিন সুলতানা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, জাকিয়া পারভীন, সাইফুল আলম, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার, এসিটি ইসমাইল হোসেন, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন, পানির প্লান্ট’র কেয়ারটেকার আবুল খায়ের প্রমুখ।
উল্লেখ্য, পৌরসভার আমাদের কলারোয়া প্রকল্প’র উদ্যোগে আর্সেনিক আয়রন দূরীকরণ এ (এআইআরপি) প্লান্টটির মোট নির্মাণ ব্যয় হয়েছে ১লক্ষ ৫৪ হাজার ৮শ ৩৯ টাকা।
যার মধ্যে প্রতিষ্ঠান থেকে দেয়া হয় ৮হাজার টাকা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET