
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তের সোনাই নদী থেকে ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বিজিবির টহলরত সদস্যরা শনিবার দুপুরে উক্ত টাকা উদ্ধার করে।
উপজেলার কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন জানান, টাহলরত অবস্থায় গাড়াখালী সীমান্তের মেইন পিলার ১৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি সোনাই নদী থেকে একটি ভাসমান বস্তা উদ্ধার করা হয়। পলিথিনে মোড়ানো ওই বস্তা তল্লাশি করে ৩৮ ব্যান্ডেল টাকা উদ্ধার করা হয়।
বিজিবির কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার সামছুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৩৮ ব্যান্ডেলে সব দুই টাকার নোট ছিলো। যা গণনা করে ৪৮ হাজার টাকা জব্দ তালিকা করা হয়েছে।