ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় পিতামাতা হারা মেহেদী হাসান নামের এক কলেজ পড়–য়া ছাত্রের কিড়নী নষ্ট হয়েছে। তার চিকিৎসার জন্য প্রতিবেশী ও বন্ধুদের পক্ষ থেকে সকলের কাছে সাহায্যের আবেদন করা হয়েছে। মেহেদী হাসান ঝিকরগাছায় শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ও উপজেলার নাভারন ইউনিয়নের নিত্যনন্দকাঠি গ্রামের মৃত-জাহিদ হাসানের ছেলে। মেহেদী হাসানের পিতামাতা অনেক আগেই মারাগেছে। আপন বলতে কেউ নেই তার। কোন জায়গাজমি না থাকায় পরের বাড়িতে থাকে। এ অবস্থায় একটি কিড়নীজনিত কঠিন রোগে আক্রান্ত মেহেদী হাসান বন্ধুদের সাথে ঝিকরগাছা প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন। বর্তমানে মেহেদী হাসান যশোর কুইন্স হাসপাতালে ডাঃ সঞ্জিব কুমারের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। অগ্রণী ব্যাংক ঝিকরগাছা শাখার হিসাব নং-১২২১৮, এবং বিকাশ মোবাইল নং-০১৭১৯-২৬৮৭০৩, সার্বিক যোগাযোগ মেহেদী হাসান-০১৯৬৯-১৩৩৬১৪, সাহায্যো পাঠানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে বিশেষ ভাবে অনুরোধ করেছেন মেহেদী হাসানসহ তার বন্ধু ইয়ার হোসেন সোহান, প্রান্ত, শাহিন, অমিদ হাসান, তূর্য, শান্ত, শাকিল, রায়হান, সোহান হোসেন, ইমরান, রাকিবুল হাসান, আব্দুর রহমান, আব্দুর রশীদ ও ইয়াসিন খান।