“কষ্ট”
মোঃ ফিরোজ খান
হাসিখুশি ছিলাম ভালোই
হঠাৎ করে ঝড় আসিলো
পরে গেলাম ঝড়ের মুখে
তবুও আছি কষ্টে বেঁচে
বুঝতে চায়না কেউ আমাকে।
–
আছি তবুও মিলেমিশে
কষ্টকে নিয়েছি সহজেই মেনে
এলো কষ্ট এমনই সময়
সুখের দেখা পেলাম যখনই
কষ্ট পেলাম তখনই আমি।
–
কাছের মানুষ চেনা যায়না
বন্ধুরা সবাই থাকে দূরে
পাইনা এখন কাউকে খুঁজে
জীবন আমার একাকী কাটে।
–
তবুও আমি ভালোই আছি
শিক্ষা পেলাম জীবনে আমি
সৃষ্টি হয়ে এলাম একাই
একথাই ভাবি ভাবি বসে বসে
কেনো আপন চলে যায় দূরে?
–
কষ্ট শুধুই কষ্টকে বাড়ায়
জীবন তখন সবই হারায়
কেনো জীবন এমনই হয়?
সুখের মাঝে কষ্টকে নিয়ে
সবকিছু যেনো মিছে লাগে।
–
আমার কষ্ট থাকুকনা আমার!
তবুও আমি বুঝতে পেলাম
কে আপন আর কেহয়ে যায় পর!
শেষ সময়ে সবই হারালাম
তবুও থাকুক সুখে আপনজন।
–
আমি নাইবা সুখ খুজিলাম
দুঃখ-কষ্ট ছিল আমার প্রাপ্তি
বুঝতে পেলাম অবশেষে
আসার মতোই যাবো একা
কষ্ট মনে থাকবে গাথা।