সিরাজগঞ্জ প্রতিনিধি। সিরাজগঞ্জ সদর থানাধীন কাওয়াকোলা ইউনিয়নের সয়াশেখা গ্রামের একটি অসহায় পরিবারের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুরুতর আহত মা ছেলেসহ নববধূ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। স্থানীয়রা জানান, গত ০৮/০৩/১৮ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ কাওয়াকোলা ইউনিয়নের সয়াশেখা গ্রামের মোঃ হযরত ঘোষের পরিবারকে হত্যা ও তার বসত বাড়ি উচ্ছেদ করে দেওয়ার উদ্দেশ্যে মোঃ হযরত ঘোষের বাড়িতে অতর্কিত হামলা চালায় মোঃ বাছেদ (৬০) এর সন্ত্রাসী বাহিনী । এ সময় মোঃ হযরত ঘোষ বাড়িতে না থাকায় তার স্ত্রী মোছাঃ ফরিদা পারভীন (৪৫) , পুত্র মোঃ নূর ইসলাম, মোঃ জসিম, ও নববধূ সোম খাতুন কে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত ওই নববধূসহ পুত্র ও তার মা সিারাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে । সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান- অাব্দুল অালীম ভূইয়া কিছু মানুষ ভয়পুরের বাসিন্দা হওয়ায় বিষয় টি সামাজিক ভাবে সমাধানের জন্য ভয়পুরের চেয়ারম্যামন মনিরুজ্জামানের উপর অর্পিত করেন। এই বিষয়ে মনিরুজ্জামান নিশ্চিত করে বলেন-আহতদের চিকিৎসা গ্রহণের জন্য বলা হয়েছে। এবং সামাজিক ভাবে সমস্যা সমাধানের জন্য বুধবার সকাল ৯ ঘটিকায় সময় দেওয়া হয়। কিন্তু গ্রাম প্রধানদের উপেক্ষা করে অাবারো মোঃ বাছেদের সন্ত্রাসী বাহিনী নিয়ে গতকাল শুক্রবার মোঃ শফিক (২৫) পিতাঃ হাকিম, শহিদ (২৬) পিতাঃ অামির, নজরুল (২২), পিতাঃ অামির, মাতিন (২২) পিতাঃ সালাম,কাদের (২০) পিতাঃ জবু, ছুরাল (৩০) পিতাঃ গেনাদা এ সে বাড়িতে হামলা করে। অসহায় পরিবার টি উপায়ন্তর না পেয়ে মোছাঃ ফরিদা পারভীন বাদি হয়ে মোঃ বাছেদ (৬০) পিতাঃ গাদু, মোছাঃ মোমেনা বেগম (২২), স্বামী মোঃ শাহজাহান, মোছাঃ বেইলা খাতুন (৪০), স্বামী অাব্দুল বাকি, সাজেদা বেগম (৫০), স্বামী মোঃ বাছেদ, মোঃ অামির (৫০), পিতাঃ গাদু, মোঃ শহিদ (৩০) পিতাঃ অামির, অায়শা বেগম (২৩), স্বামী বেল্লাল ও অঙ্গত নামা অারো ৩/৪ বিরুদ্ধে মামলা দায়ের করেন।