২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত যুবকের মৃত্যু




কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত যুবকের মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০১৮, ০১:১৭ | 767 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত নজরুল ইসলাম একদিন পর মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

কলারোয়ার কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বাড়ির লোকজন লাশ আনতে খুলনা গেছে।

 

নিহত নজরুল ইসলাম তার ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের আবদুর রকিবের ছেলে।

 

সোমবার ভোরে বিজিবির গুলিতে আহত হন তিনি। পরে তাকে গোপনে খুলনায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছিল।

 

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের কাকডাঙ্গা বিওপি কমান্ডার সুবেদার সামসুল আলম জানান, সোমবার ভোরে ১০/১২ জনের একদল চোরাচালানি ভারতীয় শাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। বিজিবির টহল দলের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির ওপর পাল্টা  আক্রমন করে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ সময়  বিজিবি সদস্যরা এক রাউন্ড গুলি ছুড়ে তাদের প্রতিহত করে।

 

তিনি বলেন, চোরাচালানিরা দুই গাঁইট ভারতীয় শাড়ি ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থলে রক্তের চিহ্ন ছিল বলে জানান তিনি। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছিলেন  কিনা তা জানা যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET