
নয়া আলো ডেস্ক-টিভি মিডিয়ায় এ সময়ে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন টয়া। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে আসার পর নিয়মিত কাজ করে চলেছেন তিনি। খ-, ধারাবাহিক নাটক কিংবা নতুন নতুন বিজ্ঞাপনে হরহামেশা উপস্থিতি রয়েছে টয়ার। সে সঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা তো আছেই। এবার টয়া অভিনয় করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটাই তার ক্যারিয়ারে প্রথম। স্বরাজের পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘বখাটে’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্প্রতি এ ছবিটির দৃশ্যায়ন হয়। এ প্রসঙ্গে টয়া বলেন, এর আগে সিয়ামের সঙ্গে বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। তবে স্বল্পদৈর্ঘ্য ছবিতে এবারই প্রথম অভিনয় করলাম। এখানে আমাকে স্কুলপড়–য়া আর সিয়ামকে পাড়ার বখাটে ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটির কাজের বাইরে এ মুহূর্তে টয়া ব্যস্ত আছেন প্রতিযোগিতামূলক রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান চ্যানেল আই হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি’র উপস্থাপনার কাজ নিয়ে। আগামীকাল গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হতে যাওয়া এ রিয়েলিটি শোর কাজ করে আসছেন টয়া। এটি উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের যে, এত বড় একটি আয়োজনের দায়িত্ব পালন করছি। বেশ ভালো লাগছে কাজটি করে। আমি বরাবরই নিজের কাজের ব্যাপারে আত্মবিশ্বাসী। এ অনুষ্ঠানটি করতে গিয়ে আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। চ্যানেল আইয়ের এ রিয়েলিটি শোটি ছাড়াও বর্তমানে ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন টয়া। গাজী টিভিতে প্রচার চলতি ‘সুপার গার্ল’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এ নাটকে অভিনয় প্রসঙ্গে টয়া বলেন, নাটকটিতে আমি একজন অভিনেত্রীর ভূমিকায় কাজ করেছি। একজন অভিনেত্রীর কথাবার্তা, চলাফেরা, আচার ব্যবহার- এককথায় একজন তরুণ অভিনেত্রীর লাইফস্টাইল কেমন সেটা আমার চরিত্রে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মধ্যবিত্ত পরিবারের এই মেয়েটিকে অভিনেত্রী হওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হয়। নাটকে আমার চরিত্রের নামও টয়া। এরই মধ্যে বেশ সাড়া পেয়েছি নাটকটি থেকে। আশা করছি দর্শক শেষ পর্যন্ত দেখবেন। গত মাসে প্রথমাবারের মতো মিউজিক ভিডিওর মডেল হয়েছেন টয়া। ফোক সম্রাজ্ঞী মমতাজের গাওয়া ‘লোকাল বাস’ গানটিতে তার অসাধারণ পারফরম্যান্স দর্শক নজর কাড়তে সক্ষম হয় বলে জানান এ মডেল-অভিনেত্রী। টয়া বলেন, কাজটি করার পরই বুঝতে পেরেছিলাম এটি আলোচনায় আসবে। ইউটিউবে প্রকাশের সঙ্গে সঙ্গে অসংখ্যবার দর্শক দেখেছেন। অনেকে বেশ প্রশংসা করেছেন। খুবই ভালো লেগেছে। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে প্রথম দুই বিজ্ঞাপনেই আলোচনায় আসেন টয়া। বিশেষত মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় চিত্রনায়ক অনন্ত জলিলের সঙ্গে গ্রামীণফোনের বিজ্ঞাপনে তার বলা সংলাপ-‘এত অসম্ভব!’ ২০১৩ সালে বেশ দর্শকপ্রিয়তা পায়। একই সময়ে টয়াকে কিসলুর নির্দেশনায় ফেমিকনের বিজ্ঞাপনেও মডেল হিসেবে দেখা গেছে। এরপর ফ্রুটফিল, প্রাণ বাবলগামসহ বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে কাজ করেছেন জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ‘লা রিভ’ পোশাক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও হন তিনি। ২০১০ সালের ‘লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার শীর্ষ পাঁচ-এ থাকা টয়া প্রথম অভিনয় করেন অপূর্বর বিপরীতে রুমানা রশীদ ঈশিতার নির্দেশনায় ‘অদেখা মেঘের কাব্য’ টেলিফিল্মে। এটি ২০১১ সালে ভালোবাসা দিবসে চ্যানেল আইতে প্রচার হয়। এরপর কয়েকটি ধারাবাহিক নাটক, টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। টয়া অভিনীত প্রথম ধারাবাহিক নাটক আফসানা মিমি পরিচালিত ‘পৌষ ফাগুনের পালা’। এছাড়া ‘বাহিনী’ নামের একটি টেলিছবি দিয়ে বেশ দর্শকপ্রিয়তা পান তিনি। পাশাপাশি টিভি পর্দায় ‘ছায়াবৃতা’, ‘ইউনিভার্সিটি’, ‘টো টো কোম্পানি’ ও ‘ললিতা’ ধারাবাহিক নাটক এবং ‘ভালোবাসা ১০১’, ‘নোয়াখালী টু চিটাগাং জার্নি অব ম্যারেজ’, ‘না শুনতে রাজি না’, আত্মসাৎ, ‘দ্য ফাইনাল চ্যাপ্টার’, ‘অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি’ নামে বেশ কিছু খ- নাটকে অভিনয় করেন।