
সিরাজগঞ্জের কাজিপুরে গরুর গুঁতায় নৌকা থেকে নদীতে পড়ে নজরুল ইসলাম (৪৫) নামের এক গরু ব্যবসায়ি নিখোঁজ হয়েছেন। জাল নামিয়ে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হন স্থানীয়রা।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া নৌ-ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের আব্দুল হামিদের পুত্র। বর্তমানে ১৯ বছর ধরে নজরুল স্ত্রী, ছেলে, মেয়ে সহ কাজিপুরের চরনাটিপাড়া গ্রামে বসবাস করছেন।
জানা যায়, ২৩-২৫ জন গরু ব্যবসায়ি গরু নিয়ে আব্দুস সবুরের নৌকায় উঠেন। নৌকা নিশ্চিন্তপুর জিআরডিবি এলাকায় গেলে গরুর গুঁতায় ওই ব্যক্তি নদীতে পড়ে যান। পরে নদীতে জাল নামিয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া মেলেনি। নাটুয়ারপাড়া ইউনিয়নের জহুরুল ইসলামের সাথে পারিশ্রমিকে গরু কেনা-বেচা করতেন তিনি।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জামিল হোসেন জানান, খবর পেয়ে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি। কাজিপুর ফায়ার সার্ভিস জানান, আমাদের এখানে কোন ডুবুরি নেই। খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Please follow and like us: