
বাংলাদেশের উত্তরাঞ্চলের মৌসুমী বন্যাকবলিত জনগোষ্ঠীর দ্রুত পুনরুদ্ধারে সহায়তার লক্ষ্যে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। তিনি কারিতাসের কার্যক্রমের প্রশংসা করে বলেন, “তাঁদের এই সেবামূলক কাজে আমাদের সবার উচিত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া। এতে করে নিজের এলাকারই উন্নয়ন ঘটবে।”
কারিতাস রাজশাহী আঞ্চলিক অফিসের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।
এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোমেনা পারভীর পারুল, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা সাহা, খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারি কমান্ডার আব্দুস সালাম, কারিতাসের ফিল্ড কো-অর্ডিনেটর শ্যামল সাইমন্ড আসাম, ফিল্ড অফিসার আমিনুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার রুহুল আমিন, প্রভাত মারান্ডি, জোতি মরমু ও একাউনট্যান্ট বিপ্লব ফালিয়া প্রমুখ।
উল্লেখ্য, কারিতাস কাজিপুরের বন্যাকবলিত খাসরাজবাড়ী এবং তেকানি ইউনিয়নে কাজ করছে।
Please follow and like us: