
সিরাজগঞ্জের কাজিপুরে বালিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শাকিল হোসেন (১৯) নামের একজন চালক মারা গেছেন। নিহত চালক উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের পাইকরতলী গ্রামের আব্দুস সালামের পুত্র। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দুইটায় এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ট্রাক্টর থেকে বালু আনলোড করার পর নিহত শাকিল তার সহকারিকে দিয়ে ট্রাক্টরটি চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। মেঘাই পুরাতন বাজারে ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে আসার পর রাস্তায় থাকা স্পীড ব্রেকারের ধাক্কায় শাকিল নিচে পড়ে যায়। পরে ওই গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান তিনি।
গাড়ির মালিক মিজান জানান, ট্রাক্টরের কোন লাইসেন্স বা রোড পারমিট লাগে না। কাজিপুরে শত-শত বালুবাহী ট্রাক্টর যেভাবে চলে আমার গাড়িও সেভাবেই চালাই।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রবিবার (২৪ জানুয়ারি) বিকেলে পারিবারিক কবরস্থানে নিহতের দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
Please follow and like us: