
সিরাজগঞ্জের কাজিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ৪ কারবারিকে আটক করেছে কাজিপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে উপজেলার বরইতলী গ্রামে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইন সহ তিন জনকে আটক করা হয়। আটকরা হলেন, বিয়ারা চরপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র শফিকুল (৫৫), বিয়ারা মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের পুত্র শরিফুল (৩৫) এবং বরইতলী গ্রামের মৃত সেজাব উদ্দিনের পুত্র শরিফুল (৩৬)।
অপরদিকে শুক্রবার (১৯ মার্চ) থানা পুলিশ আলমপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জ সদর থানার কুড়ালিয়া গ্রামের মৃত সেজাব উদ্দিনের পুত্র জয়নাল আবেদিন (৩২) কে আটক করে। এসময় তার নিকট থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে থানায় আনা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”
Please follow and like us: