নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সপ্তক সংগীত একাডেমী সিরাজগঞ্জ।
শনিবার (২৫ মে) সন্ধ্যা ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতা পৌর মুক্তমঞ্চে কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, শ্যামা সংগীত ও নৃত্য অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানটি সপ্তক সংগীত একাডেমীর পরিচালক হাসানের সভাপতিত্বে সদস্য আব্দুল মুমিনের সঞ্চালনায় সঙ্গীত পরিবেশন করে, সংগঠনের সংগীত শিল্পী জাবালা মুস্তাক, আব্দুল মালেক, সাহেদ হাসান, সুমনা আক্তার, মোঃ রাশেদ, বৃষ্টি খাতুন, রুদ্র, মামুন এ কাইয়ুম, দিপা, জুবায়ের জিকো এবং সুইটি। এছাড়া নৃত্য পরিবেশন করেন তনয়া ঘোষ।
সপ্তক সংগীত একাডেমীর পরিচালক হাসান বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম প্রাণ পুরুষ কাজী নজরুল ইসলাম। তার নামের সঙ্গে যুক্ত রয়েছে ‘বিদ্রোহী কবি’‘প্রেমের কবি’ সাম্যের কবি’সহ নানা বিশেষণ। ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির ‘চল্ চল্ চল্, ঊর্ধ্ব গগনে বাজে মাদল’কে রণ সংগীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত দর্শক ও অতিথিরা। স্থানীয় শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।