নিজস্ব প্রতিবেদকঃ- বাগেরহাটের ফকিরহাটে কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জুলাই) সকাল ১১ টায় কাটাখালী হাইওয়ে থানা পুলিশের সদস্যদের বেতনের টাকার একটি অংশ দিয়ে রান্না করা খাবার ও মাস্ক বিতরণ করা হয় কাটাখালী বাস স্ট্যান্ড এলাকায়।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে মাদারীপুর রিজিওন যশোর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমী। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন (পিপিএম), উপ-পুলিশ পরিদর্শক মোঃ হাসানুর রহমান,উপ-পুলিশ পরিদর্শক জয়ন্ত কুমার দাস, উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান,এ এস আই ইউসুফ মিয়া, এ এস আই দেলোয়ার হোসেন, এ এস আই মশিউর রহমান রহমান সহ কাটাখালী হাইওয়ে থানা পুলিশের সদস্যরা।