৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




কানাইঘাটে ভারতীয় অফিসার চয়েস মদ সহ ১মাদক ব্যবসায়ী আটক

মুফিজুর রহমান নাহিদ, স্পেশাল করেসপন্ডেন্ট ,সিলেট

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১৫:৩৯ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কানাইঘাটে থানা ভারতীয় অফিসার চয়েস মদ সহ ১মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কানাইঘাট থানাপুলিশ জানাযায়,কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই (নিঃ) পীযুষ চন্দ্র সিংহ এর নের্তৃত্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট পৌরসভাধীন উত্তর দলইমাটি সাকিনে জনৈক মুসলিম উদ্দিন এর বসতগৃহে অভিযান পরিচালনা করে ইং-১২/০২/২০২৪ তারিখ ০০.৩০ ঘটিকার সময় সর্বমোট ৯১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ আসামী মুসলিম উদ্দিন (৩৪), পিতা-নজির আহমদ, সাং-উত্তর দলইমাটি, থানা-কানাইঘাট, জেলা-সিলেট’কে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের সম্মুখে উক্ত মদ এসআই (নিঃ) পীযুষ চন্দ্র সিংহ জব্দ করিয়া ধৃত আসামী ও জব্দকৃত আলামত সহ থানায় আসিয়া এজাহার দায়ের করিলে কানাইঘাট থানায় আসামী মুসলিম উদ্দিনের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়। উক্ত বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি একান্ত সাক্ষাৎ কারে জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সুযোগ্য পুলিশ সুপার, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে এবং সেই সাথে মানুষের কল্যাণে পুলিশের নানাবিধ কাজের অংশ হিসাবে সিলেট জেলা পুলিশ সবসময় তৎপর।এরই ধারাবাহিকতায় সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই (নিঃ) পীযুষ চন্দ্র সিংহ এর নের্তৃত্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট পৌরসভাধীন উত্তর দলইমাটি সাকিনে জনৈক মুসলিম উদ্দিন এর বসতগৃহে অভিযান পরিচালনা করে ইং-১২/০২/২০২৪ তারিখে ৯১ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ সহ আসামী মুসলিম উদ্দিন কে আটক করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET